বেগম জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন শুরু

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে বইছে শোকের ছায়া। তার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল বুধবার সাধারণ ছুটি থাকায় বন্ধ ছিল সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয় এ শোক কর্মসূচি চলবে।
গতকাল বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে লক্ষাধিক মানুষের ঢল নামে। জানাজা শেষে বিকেল সাড়ে ৪টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। দাফনের সময় দলের শীর্ষ নেতা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকার গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত শোক পালনের ঘোষণা দেয়। কর্মসূচির মধ্যে রয়েছে:
  • পতাকা অর্ধনমিতকরণ: তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
  • কালো পতাকা উত্তোলন: শোকের প্রতীক হিসেবে বিভিন্ন ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
  • বিশেষ প্রার্থনা: শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর দেশের সব মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই সাথে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সারা দেশে শোকের আবহ তৈরি হয়।
গতকাল সচিবালয়, প্রধান উপদেষ্টার দপ্তরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নীরবতা ও শোকের পরিবেশ লক্ষ্য করা গেছে। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া গতকাল সব ধরনের অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ছিল।

 

এম এইচ মামুন/