কণ্ঠশিল্পী সালমার দাম্পত্য জীবনের ইতি

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সালমা বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।’ তার কণ্ঠে ছিল না কোনো অভিযোগ বা দীর্ঘ ব্যাখ্যা—বরং ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখারই ইঙ্গিত দিয়েছেন তিনি। বিচ্ছেদের পর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সালমা জানান, আপাতত তিনি শুধুই নিজের গানের দিকে মনোযোগ দিতে চান। তার ভাষায়, ‘এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’ এই বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যেও নিজের শিল্পীসত্তাকে সামনে রাখতেই আগ্রহী তিনি।

অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে এবং এটি একান্তই পারস্পরিক সিদ্ধান্ত। তার মতে, মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই এই বিচ্ছেদের প্রধান কারণ। তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই তাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটানো হয়েছে। একই সঙ্গে তিনি সবার প্রতি অনুরোধ জানান, যেন এই বিষয়টি নিয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য না করা হয়। তার এই বক্তব্যে বিচ্ছেদকে পরিণত ও সংযতভাবে মেনে নেওয়ার মানসিকতারই প্রতিফলন দেখা যায়।

কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার ব্যক্তিগত জীবনে আবারও বড় পরিবর্তনের খবর এসেছে। ২০১৮ সালে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সুখের সংসারের আশা নিয়ে শুরু হওয়া সেই দাম্পত্য জীবনের ইতি টানলেন দু’জনই। বিয়ের প্রায় সাত বছর পর চলতি বছরের ২৯ নভেম্বর তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।

সালমা বাংলাদেশের সংগীতাঙ্গনের এক পরিচিত ও জনপ্রিয় নাম। ‘ক্লোজআপ ওয়ান–তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী হিসেবে সংগীতজগতে তার উত্থান ঘটে। প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর থেকেই তিনি নিয়মিত গান করে যাচ্ছেন এবং তার কণ্ঠে লোকগান, আধুনিক গানসহ নানা ঘরানার গান শ্রোতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এবং এখনও সক্রিয় রয়েছেন সংগীতচর্চায়।

, এটি সালমার জীবনের প্রথম বিচ্ছেদ নয়। এর আগে ২০১১ সালে তিনি পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। সেই সংসারও টেকেনি, ২০১৬ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর নতুন করে জীবন শুরু করার প্রত্যাশা নিয়ে তিনি সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেছিলেন। তবে ভাগ্যের ফেরে আবারও তাকে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো।

বিথী রানী মণ্ডল/