গত কয়েক দিনের ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের পর অবশেষে ঠাকুরগাঁওয়ে সূর্যের আলো দেখা গেছে। আজ সকাল ৮টার দিকে পূর্ব আকাশে সূর্য ওঠার পর চারপাশে ছড়িয়ে পড়ে উষ্ণতা। এতে কৃষকসহ খেটে খাওয়া মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
হিমালয়ের খুব কাছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। এখানে টানা প্রায় এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে জনজীবন। সন্ধ্যা নামার আগেই নামছে রাতের আবহ, রাতভর গুড়ি গুড়ি বৃষ্টির ন্যায় ঝরছে কুয়াশা, সেইসাথে পশ্চিমা হিমেল বাতাসে হাড়-হাড্ডি কাঁপছে ফলে জনজীবন কাহিল হয়ে পড়ছে। লাগাতার চারদিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি।
জেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মেঘলা আবহাওয়ার কারণে মঙ্গলবার সারাদিনেও সূর্যের দেখা মেলেনি, ফলে স্বাভাবিক জীবনযাত্রায় জুবুথুবু অবস্থা সৃষ্টি হয়েছে। উপরুন্তু হিমেল হাওয়া সারাদিনই হাড় কাঁপাচ্ছে প্রাণীকূলের। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সকালে কাজে বের হতে চরম ভোগান্তিতে পড়েন।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, টানা শৈত্যপ্রবাহে বোরো বীজতলা নিয়ে তাঁরা উদ্বিগ্ন ছিলেন। সূর্যের আলো ও তাপমাত্রা কিছুটা বাড়ায় এখন ক্ষতির ঝুঁকি কমেছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
সানা










