২০২৫ সাল আর্সেনাল শেষ করল দাপুটে এক জয়ের মাধ্যমে। এমিরেটস স্টেডিয়ামে উনাই এমেরির অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে মিকেল আরতেতার শিষ্যরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে থেকে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল গানার্সরা।
ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভিলার রক্ষণভাগ প্রথমার্ধে আর্সেনালকে আটকে রাখতে সক্ষম হলেও বিরতির পরই খেলা পুরো বদলে যায়। বিরতি থেকে ফেরার মাত্র ৩ মিনিটের মাথায় কর্নার থেকে দুর্দান্ত এক হেডে ডেডলক ভাঙেন ইনজুরি কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালহায়েস। গোল হজম করে ভিলা গুছিয়ে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দি। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চমৎকার পাস থেকে গোলটি করেন তিনি।
ম্যাচের শেষদিকে আক্রমণের ধার আরও বাড়ায় আর্সেনাল। ৭৩ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ড দলের হয়ে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। এরপর বদলি হিসেবে মাঠে নামার মাত্র ১ মিনিটের মাথায় গোল উৎসবে যোগ দেন গ্যাব্রিয়েল জেসুস। তার দূরপাল্লার নিখুঁত শটটি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে জালে জড়ায়। ম্যাচের একদম শেষ মুহূর্তে ওলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে একটি গোল শোধ করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
এই জয়ের পর ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে আর্সেনাল। অন্যদিকে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল অ্যাস্টন ভিলা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত মিকেল আরতেতা বলেন, শীর্ষস্থানে থেকে নতুন বছর শুরু করাটা দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। আগামী সপ্তাহেই গানার্সরা তাদের পরবর্তী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে।










