সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পুনিয়াটস্থ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর নিজ বাসভবনে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম, বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, এবং তাবারক বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জরুরি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।”
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এ. বি. এম. মমিনুল হক, আলী আজম, জসিম উদ্দিন রিপন, আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, মাইনুল ইসলাম চপল, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
– জায়েদ হোসেন,ব্রাহ্মণবাড়ীয়া/










