রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়নের সীতারঘাট আটাশ বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের সীতারঘাট আটাশ বাগান এলাকায় বন্যহাতির আক্রমণে আনুমানিক ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হন। কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন ও স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










