নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৩৫,০০০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের সময় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে যাতে ভোট গ্রহণ সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর হয়ে থাকে এবং দেশের নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা পায়।

তিনি আরও জানান, নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানায় বিজিবি দিবস‑২০২৫ অনুষ্ঠানে এসব তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিজিবি সদস্যদের কাজ হবে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত করতে সহায়তা দেওয়া। এছাড়া সীমান্ত দিয়ে অননুমোদিত অস্ত্র প্রবেশ রোধে বিজিবি সদস্যরা বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন।

অনুষ্ঠানে তিনি বিজিবি সদস্যদের উদ্দেশে আরও বলেছেন যে তারা নির্বাচনের সময় দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এবং জনমতকে সম্মান জানিয়ে ভোটগ্রহণের পরিবেশ সুন্দর রাখবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পরিকল্পনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আফরিনা সুলতানা/