মেক্সিকোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: প্রাণ হারালেন ১৩ জন, আহত ৯৭

মেক্সিকোতে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। প্রায় ২৫০ যাত্রী বহনকারী ট্রেনটির ইঞ্জিন হঠাৎ লাইনচ্যুত হলে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ৯৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় ও স্থানীয় উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, মেক্সিকোর একটি ব্যস্ত রুটে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষ অথবা লাইনচ্যুতির কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং রেড ক্রসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না, তা খুঁজে দেখতে তল্লাশি চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত ৯৭ জন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেক্সিকো সরকার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— যান্ত্রিক ত্রুটি, সিগন্যাল সমস্যা নাকি চালকের অসতর্কতা— তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে বর্তমানে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ট্রেনটি মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে চলাচল করে। এটি যাত্রী ও মালবাহী— উভয় কাজে ব্যবহৃত হয়। দক্ষিণ-পূর্ব মেক্সিকোর উন্নয়নের অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের সময় ২০২৩ সালে এই রেলপথ চালু করা হয়।

-এম. এইচ. মামুন