আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে গত ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসরত মোট ৩ লাখ ৭৬ হাজার ৩০৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। নির্বাচনে তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে এই ব্যালটগুলো বিভিন্ন দেশে পর্যায়ক্রমে প্রেরণ করা হচ্ছে এবং রবিবারও নতুন করে প্রায় ৩৮ হাজার ৬১২টি ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইসি ও প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্পের ‘ওসিভি-এসডিআই’ টিম লিডার সালীম আহমাদ খান জানান, এই ওসিভি সিস্টেমের মাধ্যমে সময়মতো প্রবাসীদের কাছে ভোটপত্র পৌঁছে দেওয়া হচ্ছে এবং আশা করা হচ্ছে দেশীয় পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যাও বাড়বে। সৌদি আরবে সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার ৩৯৩ প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে।
গত কয়েক দিনে বিভিন্ন দেশে পাঠানো ব্যালটের মধ্যে শুক্রবার ও শনিবার বহু হাজার ব্যালট বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি ব্যালট প্রেরণের তথ্য পাওয়া গেছে।
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানো কার্যক্রম নির্বাচন কমিশনের আন্তর্জাতিক ভোটিং ব্যবস্থার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে, যাতে দেশের বাইরে থাকা বাংলাদেশিরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
আফরিনা সুলতানা/










