বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ বাবা–ছেলের মরদেহ উদ্ধার

ছবিসূত্র: ইত্তেফাক

বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার ঘটনায় বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে ডুবে যাওয়া ট্রলার থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলে ও স্বজনেরা।

নিহতরা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট এলাকার মো. শামীম জমাদ্দার (৪০) ও তাঁর ১১ বছর বয়সী ছেলে সিয়াম। এর আগে বুধবার রাতে বঙ্গোপসাগরের পাইপবয়া এলাকায় ঝড় ও উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি ছিদ্র হয়ে ডুবে যায়।

দুর্ঘটনার সময় ট্রলারে থাকা চারজন জেলে অন্য একটি ট্রলারের সহায়তায় উদ্ধার হলেও শামীমের ছেলে সিয়াম নিখোঁজ ছিল। পরে বৃহস্পতিবার রাতে শামীমের মরদেহ এবং শুক্রবার সকালে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ ও থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সাবরিনা/