ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষার কারণে ঢাকায় স্থানান্তরিত শিক্ষার্থীদের সুবিধার্থে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এছাড়া যাতায়াত সহজ ও নিরাপদ করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে এবং আজ অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।

ঢাবির অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষও সহযোগিতা করেছে। এমআইএসটির স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষা একদিন পিছিয়ে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত নেওয়া হবে।

সাবরিনা/