ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

২৪-এর আন্দোলনের শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই ওসমান হাদি জীবন দিয়েছেন। তার রক্তসহ ২৪-এর আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী লড়াইয়ে শহীদদের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্যে তিনি বলেন, ওসমান হাদিসহ শহীদরা চেয়েছিলেন মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত হোক। সেই লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ অবস্থায় ধৈর্য ধারণের পাশাপাশি তরুণ প্রজন্মকে নেতৃত্বের দায়িত্ব নিতে হবে। গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তি শক্ত করে দেশ গড়ার দায়িত্ব এখন তরুণদের—এমন মন্তব্য করেন তিনি।

এমইউএম/