দক্ষিণ আফ্রিকার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় এবার যোগ দিল বেলজিয়াম

ইসরায়েলের গাজা উপত্যকায় গণহত্যার বিরুদ্ধে আইসিজিতে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বেলজিয়াম।

আন্তর্জাতিক আদালত আইসিজি মঙ্গলবার জানিয়েছে, বেলজিয়াম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দায়ের করা মামলায় হস্তক্ষেপের ঘোষণা দায়ের করেছে। এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা করছে।

এর আগে ব্রাজিল, কলম্বিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন ও তুরস্ক ইতোমধ্যেই মামলায় অংশ নিয়েছে। দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই মামলা দায়ের করে, যুক্তি দেখিয়েছে যে, ইসরায়েলের গাজা অভিযান ১৯৪৮ সালের জাতিসংঘের “গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন”-এর লঙ্ঘন।

ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে এবং মামলাটির সমালোচনা করেছে। চূড়ান্ত রায় বের হতে কয়েক বছর সময় লাগতে পারে, তবে আইসিজি ২০২৪ সালের জানুয়ারিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইসরায়েলকে গাজায় গণহত্যা প্রতিরোধ এবং মানবিক সাহায্য পৌঁছাতে বাধ্য করার নির্দেশ দিয়েছিল। আদালতের এই নির্দেশ বৈধ হলেও, এটি সরাসরি কার্যকর করার কোনো ব্যবস্থা নেই।

আইসিজি আরও জানিয়েছে, ইসরায়েলের অধিগৃহীত ফিলিস্তিনীয় ভূখণ্ডে অবস্থান অবৈধ। আদালতের রায় ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও ইসরায়েল গাজা এবং পশ্চিম তীরে হামলা চালাচ্ছে এবং বৃহৎ অংশ দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

মানসুরা মানজিল চৈতী/