রাতভর ডেভিল হান্ট অভিযান: যশোরে আরও ১২ জন আটক

যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে আরও ১২ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজন বর্তমানে যশোর কোতোয়ালি থানায় রয়েছেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় চার নেতাকর্মী রয়েছেন। তারা হলেন—সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক তেঘরিয়া গ্রামের তারিকুজ্জামান মুকুল, ঘুরুলিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক আব্দুল হান্নান, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান (কচুয়া খানপাড়া) এবং সাধারণ সম্পাদক আসলাম মোল্লা (কচুয়া ঘাটকুল)।

এ ছাড়া অন্যদের মধ্যে রয়েছেন বেনাপোলের দিঘিরপাড় এলাকার আকাশ, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া পশ্চিমপাড়ার কবির হোসেন, রতনদিয়ার মামুনুর রশিদ, বাঘারপাড়া উপজেলার আন্তাইখোলা গ্রামের জাহাঙ্গীর আলম ও কৃষ্ণপুর গ্রামের জিয়াউর রহমান, শার্শার বাগআচড়া ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল ইসলাম, চৌগাছা উপজেলার পলুয়ার কামরুজ্জামান কামরুল এবং চাঁদপাড়া এলাকার পান্নু আহম্মেদ।

সোমবার তাদের বিরুদ্ধে পৃথক মামলায় আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানসুরা মানজিল চৈতী/