নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত ফেরি থেকে ট্রাকসহ ৫টি যানবাহন নদীতে, নিহত ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় চলন্ত ফেরি থেকে ট্রাকসহ ৫টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার দিকে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, ফেরিটি বক্তাবলীর পূর্ব ঘাট থেকে পশ্চিম ঘাটে যাচ্ছিল । মাঝনদীতে থাকাকালীন ফেরিতে থাকা একটি ট্রাকের ইঞ্জিন হঠাৎ চালু হয়ে যায়। ট্রাকটি সজোরে সামনে থাকা অন্য যানবাহনগুলোকে ধাক্কা দিলে সেগুলো নদীতে পড়ে যায় এবং সবশেষে ট্রাকটিও নদীতে তলিয়ে যায়। নদীতে পড়া ৫টি যানবাহনের মধ্যে ছিল ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল, ২টি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ১টি ভ্যান। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন:মাসুদ রানা (সিঙ্গাপুর প্রবাসী)। রফিক (মোটরসাইকেল চালক)। স্বাধীন (ভ্যান চালক)

নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালায় এবং পরে মরদেহগুলো উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছে

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, রাত ৯টার সময় ফতুল্লা থেকে বক্তাবলী ঘাটে যানবাহন ভর্তি একটি ফেরী রওনা দেয়। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ২টি ইজিবাইক রিকশা, ১টি ভ্যান গাড়ি, ১টি মোটর সাইকেল নিয়ে নদীতে পড়ে যায়। এসময় ফেরিতে থাকা লোকজন কয়েকজনকে নদী থেকে উদ্ধার করলেও ২ জন নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবার দাবী করেছে। ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।

মামুন/