ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ ‘ইউএনএইচসিআরের‘ নতুন প্রধান

ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ ২০২৫ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পরবর্তী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডির স্থলাভিষিক্ত হবেন এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তার পাঁচ বছরের মেয়াদ শুরু হবে। 
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি আজ নিউইয়র্কে সাধারণ পরিষদে ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহকে  জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) নতুন হাইকমিশনার হিসেবে নির্বাচিত হওয়ায় স্বাগত জানিয়েছেন।

তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন । এর আগে তিনি ইরাকের উপ-প্রধানমন্ত্রী এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। গত ৭৫ বছরেরও বেশি সময়ের মধ্যে তিনি মধ্যপ্রাচ্য থেকে নির্বাচিত প্রথম ইউএনএইচসিআর প্রধান।

তিনি নিজেই একসময় শরণার্থী ছিলেন, যা তাকে এই সংস্থার মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিশেষ অভিজ্ঞতা প্রদান করে।

বর্তমান প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি ১০ বছর দায়িত্ব পালনের পর ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে তার মেয়াদ শেষ করবেন।
চলতি বছরে মানবিক তহবিলে বড় ধরনের কাটছাঁট সত্ত্বেও ইউএনএইচসিআর এখনও ১২৮টি দেশে কাজ করছে। সংস্থাটির ১৪ হাজার ৬০০-এর বেশি কর্মীর প্রায় ৯০ শতাংশ মাঠপর্যায়ে কাজ করেন। এ মাসে ইউএনএইচসিআর জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সুরক্ষায় ৭৫ বছরের যাত্রা পূর্তি উদযাপন করছে।
মামুন