‘ঘুম ভালোবাসিরে এএএ…। জীবন যেমনই হোক, বিনোদন মিস করা যাবে না।’ চেয়ারে বসে ঘুমাতে থাকা এক পুলিশ সদস্যকে নিয়ে এই পোস্ট দেন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। থানার ভেতরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গতকাল বুধবার রাতে নিজের ফেসবুকে সেলফি তুলে এই পোস্ট দেন।
ছবিতে দেখা যায়, ছাত্রলীগ নেতার পেছনে চেয়ারে বসা এক পুলিশ কনস্টেবল। সেলফি নিজের ফেসবুক আইডিতে পোস্টের পাশাপাশি ভিডিও কলে আরেক ছাত্রলীগ নেতার সঙ্গে কথাও বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানায় পুলিশি হেফাজতে থাকা আসামির মুঠোফোন, ফেসবুক ব্যবহার নিয়ে আলোচনা চলছে। তাঁকে গ্রেপ্তারের পর হাজতখানায় না রেখে কেন কর্তব্যরত কর্মকর্তার কক্ষে রাখা হয় তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ছাত্রলীগ নেতার নাম শোয়াইব উল ইসলাম ওরফে মহিম (২১)। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বশরের ছেলে এবং একই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। শোয়াইব উল ইসলাম ওরফে মহিম নামেই তাঁর ফেসবুক আইডি।
১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের পটিয়া থানায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার সেলফি ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
মামুন









