এক নারী চিকিৎসকের হিজাব টেনে নামানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কে জড়িয়েছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনতা দল (ইউনাইটেড)-এর বর্ষীয়ান নেতা নীতীশ কুমার।
সোমবার একটি সরকারি অনুষ্ঠানে নবনিযুক্ত ‘আয়ুষ’ (AYUSH) চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণের সময় হিজাব পরিহিত এক নারী চিকিৎসকের মাথা থেকে নীতীশ কুমার হিজাব টেনে নামান। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
৭৫ বছর বয়সী মুখ্যমন্ত্রীর এমন আচরণকে অবমাননাকর ও অশোভন আখ্যা দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো কড়া সমালোচনা শুরু করেছে। কেউ কেউ তাকে ‘মানসিকভাবে অস্থির’ বলেও মন্তব্য করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নীতীশ কুমারের পেছনে দাঁড়িয়ে তাকে থামানোর চেষ্টা করছেন। একই ভিডিওতে মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব দীপক কুমার এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডেকেও হাসতে দেখা যায়, যা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
উল্লেখ্য, ‘আয়ুষ’ ব্যবস্থার আওতায় আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে।









