যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ‘অক্সফোর্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন উদ্যোক্তা হেমি হোসেন। বিশ্বজুড়ে মানবসম্পদ, সংগঠন এবং কমিউনিটির ভবিষ্যৎ বিনির্মাণে তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতি প্রদানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ৯ ডিসেম্বর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
হেমির জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। প্রায় ২৫ বছর আগে তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তিনি অস্ট্রেলিয়ার আরএমআইটি (RMIT) বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ইনফরমেশন সিস্টেমে ডিগ্রি অর্জনের পর দেশটির করপোরেট জগতে তার কর্মজীবন শুরু করেন। কাজ করেছেন টেলস্ট্রা, এমওয়াইওবি (MYOB) এবং এএনজেড (ANZ)-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে।
বর্তমানে তিনি ‘নেক্সজেন গ্লোবাল গ্রুপ’ (NeXgen Global Group)-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। এই বহুজাতিক প্রতিষ্ঠানটি শিক্ষা, রিক্রুটমেন্ট, ফাইন্যান্স, প্রযুক্তি, এডটেক এবং বিনিয়োগ খাতে অস্ট্রেলিয়া, এশিয়া এবং বিশ্বজড়েু সফলতার সাথে কাজ করে যাচ্ছে।
তিনি বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সংগঠন গ্লোবাল ইয়ুথ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস (GYMHA) র বোর্ড সদস্য।










