বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক সিরিজের নতুন নোট আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসছে। কাগুজে সব ধরনের নোটের পাশাপাশি এ নোট চলবে।
বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন ৫০০ টাকার নোটটির আকার ১৫২ মি.মি. × ৬৫ মি.মি.। নোটের সম্মুখভাগের বাম পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা ফুল। পেছনে মুদ্রিত রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ জলছাপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটটিতে সবুজ রঙের আধিক্য ব্যবহার করা হয়েছে।
সম্মুখভাগের বামদিকে রয়েছে ৪ মি.মি. চওড়া লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা, যা নাড়াচাড়া করলে লাল অংশ সবুজে রূপ নেয়। এতে ‘৫০০ টাকা’ লেখা থাকে, যা আলোর বিপরীতে ধরে দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডানদিকের নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে।










