ইসরাইলি হেফাজতে আরো ৭৬১ ফিলিস্তিনি লাশ

ইসরাইলের হেফাজতে আরো ৭৬১ ফিলিস্তিনি লাশ আছে বলে জানিয়েছে গাজার কর্মকর্তারা। মঙ্গলবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গাজার লাশ প্রত্যাবর্তন বিষয়ক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি হেফাজতে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত ৭৬১ জনের লাশ ইসরাইলি হেফাজতে রয়েছে।