পলাশে খাল পরিদর্শনে সংরক্ষিত মহিলা আসনের এমপি রোজী

 

আল আমিন মুন্সী।  নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী জেলার পলাশ উপজেলার বালুরচরপাড়া এলাকার ময়লা পড়ে বন্ধ হওয়া খাল ও রাস্তা পরিদর্শনে আসেন নরসিংদী জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি ইন্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী, শুক্রবার সকালে তিনি রাস্তা ও খাল পরিদর্শন করেন। এ সময় সাথে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, পরিদর্শন শেষে এমপি ইন্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে নরসিংদী জেলা বাসীকে সেবার করার সুযোগ দিয়েছেন আমাকে। তিনি আরও বলেন, পলাশের এই খাল ময়লা পড়ে খালটি নষ্ট হয়ে গেছে পানি যাওয়ার কোনো ব্যবস্হা নাই। এই এলাকার সাধারন মানুষের দাবি খালটি যেনো পরিষ্কার করা হয়। খালের সাথে যে রাস্তাটা সেটা নষ্ট হয়ে গেছে আমি বলেছি খালের যেতো ময়লা আছে সব পরিষ্কার করার ব্যবস্হা করবো সকলের চলাচলের যে রাস্তা সেটাও পাকা করে দিবো ইনশাআল্লাহ। আমি আশা করি পলাশের সাধারণ মানুষ আমার সাথে আছে এবং সব সময় থাকবে, পলাশের সাধারণ মানুষ কে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো আমি।