বখতিয়ার সিকদার। স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।
সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের, এডভোকেট জামাল উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য শওকত রেজা চৌধুরী আরমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, নোয়ান্নই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন প্রমূখ।
সভায় সংগঠনের বর্তমান অবস্থান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, তৃণমূলকে শক্তিশালীকরণ’সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল প্রধান সড়কে সংগঠনের উদ্যোগে রোজাদার- খেটেখওয়া মানুষের মাঝে ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়।