আর্জেন্টাইন কিশোর ক্লদিও এচেভেরি এ বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলো কাড়েন। এরপর থেকে তাকে নিয়ে আলোচনা। গুঞ্জন ছিল, শিগগিরই তাকে দলে সই করানোর চেষ্টা করবে ইউরোপের বড় ক্লাবগুলো। তেমনই ঘটল। তাকে সই করানোর কাছাকাছি পৌঁছে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ নিয়ে খেলোয়াড় ও ক্লাবের সঙ্গে চূড়ান্ত আলোচনাও নাকি সেরে ফেলেছে বর্তমান ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়নরা! এমনটিই জানিয়েছেন ইতালির বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
লন্ডনের ক্লাব চেলসিও তাকে পেতে আগ্রহী ছিল। যদিও খেলোয়াড়টি সম্ভবত বেছে নেবেন ম্যানসিটিকে।
এফএফপি ইস্যুর কারণে বার্সেলোনার খরচের হাত বাধা। তাই ইচ্ছা থাকলেও এচেভেরির জন্য চেষ্টা করছে না স্প্যানিশ ক্লাবটি।
চুক্তি করলেও আপাতত ধার চুক্তিতে রিভার প্লেটেই খেলে যাবেন এচেভেরি। কেননা ১৮ বছর বয়স পূর্ণ না হলে তাকে চূড়ান্তভাবে নিবন্ধন করাতে পারবে না সিটি। ২০০৬ সালে জন্ম খেলোয়াড়টির।
১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এচেভেরির এ বছরই রিভার প্লেটের জার্সিতে সিনিয়র ফুটবলে অভিষেক ঘটে। আর্জেন্টাইন জায়ান্টদের হয়ে তিনি এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। এছাড়া আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছেন ২০ ম্যাচ, গোল করেছেন ১২টি।
ইউরোপ থেকে নামীদামী সব ক্লাব আগ্রহ প্রকাশ করতে থাকায় গত ২২ ডিসেম্বর রিভার প্লেটের হয়ে ট্রোফিও ডি ক্যাম্পেওনেস জয়ের পর এচেভেরি জানিয়ে দেন, রিভার প্লেটের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না তিনি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর।