আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সিনিয়র সচিবকে দেয়া হল সমন্বায়কের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক- আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক জানিয়েছেন, কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রবণতা রয়েছে। তাই এটা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানকে সমন্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক জানান, কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে অবৈধ অস্ত্র, নাশকতামূলক কর্মকান্ড, ধর্মীয় উস্কানি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রবণতা দেখা যাচ্ছে। কোন অঘটন যেন না ঘটাতে পারে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে ব্যাপারে যেন সবসময় সতর্ক থেকে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে সে বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মূল দায়িত্ব তো স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরই আছে। বাহিনীরগুলোর প্রধানরাও এর সাথে থাকবেন। তাদের সঙ্গে বসে পরিস্থিতি পর্যালোচনা করে কি করা যায়, সেটাই তিনি সমন্বয় করবেন।

প্রশ্নোত্তোরে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক কর্মকান্ডে কোন বাধা নেই। আন্ডারগ্রাউন্ড পার্টি ছাড়া প্রত্যেক দল রাজনৈতিক কর্মসূচি পালন করবে, সরকার কারো কাজেই বাধা দেয় না বা দেবেও না। দলগুলো তাদের সভা-সমাবেশ নির্বিঘ্নেই করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কোন দলের কর্মসূচি পালনে বাধা দেয়ার পরিকল্পনাও নেই।

তবে আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটলে বা জনজীবনে নিরাপত্তায় কোন হুমকি মনে হলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।