আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে পঞ্চগড়ে “ভোটের গাড়ি”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পঞ্চগড় এর ৫ উপজেলা শহরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি পঞ্চগড়ে বোদা শহিদ মিনার চত্তরে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ এই কারাভ্যানে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে এই কার্যক্রম চালানো হয়।
প্রচারণার অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের অংশবিশেষ এবং আবরার ফাহাদ ও শহিদ আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডসহ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দর্শকদের আবেগাপ্লুত করে। সুপার কারাভ্যানে থাকা শিল্পীরা এ সময় দেশাত্মবোধক গান এবং রংপুরের আঞ্চলিক ভাষার নির্বাচনি সংগীত পরিবেশন করেন।
কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বের সাথে প্রচার করা হয়।
প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা দেখতে স্থানীয় মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তবে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ এই কার্যক্রম সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না বলে জানান। পঞ্চগড় পৌর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “ভোটের গাড়ি নামটা এই প্রথম শুনলাম। কখন এসেছে, কী করেছে— সে সম্পর্কে আগে কিছুই জানতাম না।”
কলেজ শিক্ষার্থী মো. সজিব ইসলাম বলেন, “অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পেলেও উপকূলীয় ও প্রান্তিক এলাকায় সরাসরি প্রচারণা আরও বাড়ানো দরকার। না হলে কাঙ্ক্ষিত সুফল আসবে না।” ফকির পাড়া থেকে আসা কৃষক এনায়েত উল্লাহও গ্রামে প্রচারণা বাড়ানোর দাবি জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।
-আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়