ডেস্ক নিউজঃ রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ভয়াবহ আগুনে পুড়ছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে মার্কেটে লাগা আগুন এখনও (সকাল পৌনে ৮টা) নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সদস্যরা।
এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন মার্কেটের ব্যবসায়ীরা। তারা চেষ্টা করছেন আগুনের মধ্য থেকে যতটুকু সম্পদ রক্ষা করা যায়। যে যার মতো দোকানের দিকে ছুটছেন। অনেকে বলছেন আগুনের ঘটনায় তারা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন।
অন্যদিকে আগুন লাগার পর থেকে ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের পানির স্বল্পতা ছিল। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে। এছাড়া কিছুক্ষণ পর পর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে।