গাড়ি দুর্ঘটনায় কানাডার অলিম্পিয়ানের মৃত্যু

ছবি সংগৃহীত

ডেস্ক নিউজঃ মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মাত্র ৩১ বছর বয়সে মৃত্যু হয়েছে কানাডার অলিম্পিয়ান আলেকজান্দ্রা পলের। কানাডার স্কেটিং দলের সদস্য ছিলেন তিনি। পলের মৃত্যুর কথা জানিয়েছে কানাডার স্কেটিং সংস্থা।

দেশটির স্কেটিং সংস্থা একটি বিবৃতিতে বলেছে, ‘‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আলেকজান্দ্রা পল আর জীবিত নেই। গাড়ি দুর্ঘটনায় ওর মৃত্যু হয়েছে। এই সময়ে পলের পরিবারের পাশে আমরা রয়েছি। ওদের সমবেদনা জানাই।’’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘খেলার প্রতি পলের আগ্রহ ও নিষ্ঠা ছিল চোখে পড়ার মতো। কঠিন পরিশ্রম করত। স্কেটিংকে ভালবাসত। কানাডার স্কেটিংয়ে ওর বড় অবদান রয়েছে।’’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় পলের গাড়ির গতি খুব বেশি ছিল। গতির কারণেই গাড়ির নিয়ন্ত্রণ তিনি রাখতে পারেননি বলে মনে করছে পুলিশ।

উল্লেখ্য, ২০১০ সালে বিশ্ব জুনিয়র প্রতিযোগিতায় রুপো জিতেছিলেন পল। ২০১৪ সালের সোচি অলিম্পিক্সে কানাডার হয়ে অংশ নিয়েছিলেন তিনি। আইস ডান্স প্রতিযোগিতায় ১৮তম স্থানে শেষ করেছিলেন পল ও তার সঙ্গী মিচেল ইসলাম। ২০১৬ সালের পর থেকে আর কোনও প্রতিযোগিতায় অংশ নেননি পল।