রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর-আন্ধারী পাড়া থেকে এক নারী মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও হিরোইন সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৮ আগস্ট) আনুমানিক রাত ১১টায় অভিযান চালিয়ে ইয়াবা ও হিরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম আশা খাতুন (২৮)। তিনি চারঘাট থানার মুক্তারপুর আন্ধারী পাড়ার লালন হোসেনের স্ত্রী। গত শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানান, উদ্ধারিত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ১৫ গ্রাম হিরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট।
রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রাজশাহী জেলার ডিবি পুলিশ আতিকুর রেজা সরকারের নেতৃত্বে মাহবুব আলম ও তার ফোর্স শুক্রবার সকাল ১০ টা থেকে চারঘাট থানার মুক্তারপুর বাজারে মাদক উদ্ধারের অভিযান চালায়। তখন গোপন তথ্যের মাধ্যমে জানতে পারেন আন্ধারীপাড়ায় আশা খাতুন তার বাসায় মাদক কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১ টায় তার বাসায় অভিযান চালানো হয়। ঘটনা বুঝতে পেরে আসামি পালনের চেষ্টা করে। তখন তাকে সার্চ করে এই সব মাদক পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিকে চারঘাট থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামী আশা খাতুনের বিরুদ্ধে মাদক ব্যবসার আরও ৫টি মামলা আছে। এছাড়া আজকের মামলার আরো দুইজন আসামি পলাতক রয়েছে।