ডেনমার্কে কোরআন অবমাননা: ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ  ধর্মীয় গ্রন্থ অবমাননার অনুমতি দিয়ে বিপাকে আছে সুইডেন ও ডেনমার্ক সরকার। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করছে ডেনিশ পুলিশ। সপ্তাহের শুরুতে সুইডেনও একই পদক্ষেপ নেওয়া হয়।

ডেনমার্কের বিচার মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট এবং বর্তমান হুমকির প্রতিক্রিয়া জানাতে ডেনমার্কে কারা প্রবেশ করছে তাদের ওপর নজর বাড়াতে সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করা এই সময়ে প্রয়োজন। শুরুতে ১০ আগস্ট পর্যন্ত সীমান্তে কড়াকড়ি থাকবে।

ডেনমার্ক এবং সুইডেনে অতি-ডানপন্থীরা সাম্প্রতিক মাসগুলোতে পবিত্র কোরআনের অনুলিপি পুড়িয়েছে। এতে গোটা মুসলিম বিশ্বে ক্ষোভে ফুঁসে উঠেছে। এই দুই সরকারকে এ ধরনের কাজ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে মুসলিম নেতারা।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছিলেন, জ্বালিয়ে দেওয়া আপত্তিকর এবং বেপরোয়া কাজ। এই কয়েকজন ব্যক্তি ডেনিশ সমাজ যা মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তার প্রতিনিধিত্ব করে না।’

সূত্র: আল জাজিরা