সংসদ নির্বাচনে জাপানের পর্যবেক্ষক চান সিইসি

নিজস্ব প্রতিবেদক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকদের পাশাপাশি এবার জাপানের পর্যবেক্ষদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সঙ্গে বৈঠকে সিইসি এ আমন্ত্রণ জানানো হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

পর্যবেক্ষক নিয়ে জাপানের রাষ্ট্রদূত কোনো কিছু বলেননি জানিয়ে ইসি সচিব বলেন, ‘সিইসি যেটা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের কাছে অনুরোধ এসেছিল, আমরা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইইউ যোগাযোগ রাখছে, সেক্ষেত্রে বলা হয়েছে, তারা টিম পাঠাতে পারেন। সিইসি তাদেরও অনুরোধ করেছেন, আপনারা পর্যবেক্ষণ টিম পাঠান আমরা স্বাগত জানাব।’

রাষ্ট্রদূত কী বলেছেন, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘উনি তো সিদ্ধান্ত দিতে পারবেন না। ওনার রাষ্ট্রের সঙ্গে আগে কথা বলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।’

জাপানের রাষ্ট্রদূত এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। বাংলাদেশে যোগদানের পর এটাই প্রথম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানান ইসি সচিব।

জাপানের রাষ্ট্রদূত নির্বাচনি রোডম্যাপ সম্পর্কে কমিশনের অগ্রগতি জানতে চেয়েছেন জানিয়ে জাহাংগীর আলম বলেন, ‘গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে প্রধা