গাইবান্ধায় ৪ জুয়াড়ির ২১ দিনের সাজা

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়িকে ২১ দিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক।

এর আগে, রোববার (৫ ফ্রেব্রুয়ারি) রাতে উপজেলার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ৪ জুয়াড়ির প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ-আল-মারুফ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার খামার পাঁচগাছি গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে মাসুদ মিয়া (২৭), ভবেশ চন্দ্র বর্মনের ছেলে গণেশ চন্দ্র বর্মন (২৬), ওয়াহেদুল হকের ছেলে নুরুল ইসলাম (৩৫) ও বেলকা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে জিন্নাহ মিয়া (৩৮)।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজার সংলগ্ন মোখলেছুর রহমানের ইটভাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়ার আসর থেকে ৪ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ১৭ হাজার ৮৭৫ টাকাসহ খেলার সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ প্রত্যেক জুয়াড়িকে ২১ দিনের কারাদণ্ড প্রদান করে। দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।