মোংলায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য থাকায় দুই দোকানিকে জরিমাণা

 এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার অপরাধে মোংলায় দুই দোকানিকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার দিগরাজ বাজারে অভিযান চালিয়ে দুই দোকানিকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ।উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ‘মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০-এর নিয়মনীতি লঙ্ঘন করে দোকানে মেয়াদ উত্তীর্ণ মৎস্য ও পশুখাদ্য রাখায় দোকানি অজয় সাহাকে পাঁচ হাজার ও নিরঞ্জন সাহাকে তিন হাজার টাকা নগদ অর্থদণ্ডই দেওয়া হয়েছে।
’দীপংকর দাশ বলেন, ‘এমন অভিযান আগামীতেও হবে। মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি করে ভোক্তা সাধারণের সঙ্গে প্রতারণা ও ঠকানোর মত সুযোগ দেওয়া হবে না কাউকে। ভোক্তা অধিকার সংরক্ষণে স্থানীয় প্রশাসন সব সময় কঠোর অবস্থানে থাকবে।’অভিযানে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশের সঙ্গে ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা।