মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না ছিন্নমূল,গরীব,অসহায় ও খেটে খাওয়া মানুষরা।ঠিক সেই সময়ে আম্বালা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র(কম্বল) বিতরনের উদ্যোগ নেয়।আজ শনিবার ২১ জানুয়ারি সকাল ১১ টায় টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাও,উওরশাহাপুর, মিরেরগাও,মিরপুরের বিভিন্ন স্থানে এ কম্বল বিতরন করা হয়,
উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে হুমায়ন কবির সরকারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃকামরুল হাসান ফরাজী,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,আম্বালা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃআরিফ হোসেন, সংরক্ষিত ওয়ার্ড মেম্বার স্বপ্না আক্তার, ৪ নং ওয়ার্ড মেম্বার আল আমিন, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃনাসিম মিয়া,আনোয়ার মাষ্টার সহ আরো অনেকে।