নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিভাগের আত্মপ্রত্যয়ী ও সংগ্রামী পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারী ) রাজশাহী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জয়িতা অন্বেষণে বাংলাদেশ, রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। ঢাকার ইস্কাটন গার্ডেনের মহিলা ও শিশু বিষায়ক অধিদফতরের সভাকক্ষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে জয়িতা কার্যক্রম শুরু করেন। জয়িতার কার্যক্রম বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং নারীবান্ধব একটি বিপণন নেটওয়ার্ক গড়ে উঠেছে। জয়িতাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের মাঝে আত্মবিশ্বাস,উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার কে স্মরন করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন যেদেশে অর্ধেকের বেশি নারী সে দেশে নারীদের ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি নারীদের পূনর্বাসনের ব্যাবস্থা করেছিলেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তারই পথ ধরে বাংলাদেশের নির্যাতিত নারীদের দিকে এগিয়ে এসেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, উপ-মহাপুলিশ পরিদর্শক রাজশাহী রেঞ্জ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী প্রমুখ।