জয়পুরহটের পাঁচবিবিতে উৎসব বিহীন বই বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশ ছাড়াই বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।

নতুন বছরে উপজেলার ৯৬’টি প্রাথমিক বিদ্যালয়, ৪৫’টি কেজি স্কুল অপরদিকে ৪৮’টি উচ্চ বিদ্যালয়, ৩০’টি দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসা এবং ২২’টি সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মোট ১০০’টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯,৮৮৪’জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা।

উল্লেখ্য- ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রায় সাড়ে ৩০ কোটি পাঠ্যবই ছাপা হবে, যার মধ্যে মাধ্যমিকের বই ২১ কোটি ৯০ লাখ। নবম শ্রেণির বইয়ের সংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি। গত অক্টোবর মাসের মধ্যে এসব বই ছাপানো শেষ করার টার্গেট ছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)। কিন্তু এখন পর্যন্ত নবম শ্রেণির মাত্র ২০ লাখ বই ছাপা হয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির সাড়ে ১৪ কোটি বই ছাপা এখনো শুরু হয়নি। এ কারণে আগামী মার্চ মাসের আগে, অর্থাৎ শিক্ষাবর্ষের দুই মাস সব বই না পেয়ে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে প্রায় ১ কোটির বেশি শিক্ষার্থী।

জয়নাল আবেদীন জয়

জয়পুরহাট জেলা প্রতিনিধি