সানজিদ মাহমুদ সুজন, জেলা প্রতিনিধি শরীয়তপুরঃ শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু এলাকায় চলন্ত অবস্থায় একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছনে, পেছন দিক থেকে আসা একটি এম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে মারাত্মক সড়ক দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭-জানুয়ারী) পদ্মাসেতু দক্ষিণ থানার ২০০-২৫০ মিটারের কাছাকাছি জায়গায় ভোর ৬ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক ভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে,শরীয়তপুর ফায়ার সার্ভিস এন্ড সিবিল ডিফেন্স এর উপপরিচালক মোঃ শেলিম মিয়া সেই সাথে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন। তারা বলেন ধারনা করা হচ্ছে, জাহনারা বেগম (৫৫)স্বামি লতিফ মল্লিক ছিলেন ক্যান্স্যারে আক্রান্ত,বরিশাল বেলভিউ হাসপাতাল হতে চিকিৎসার জন্যই বরিশাল থেকে এম্বুল্যান্সে করে রোগী নিয়ে যাচ্ছিলেন ঢাকায়। এরইমধ্যে পদ্মাসেতু এলাকায় দূর্ঘটনার স্বীকার হলে এম্বুলেন্সটির ড্রাইভার ও তার মধ্যে থাকা রোগীসহ মোট ৬জন ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন জানান, আমরা হঠাৎ খবর পাই পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। সাথে সাথে সেখানে গিয়ে দূর্ঘটনার স্বীকার গাড়িগুলো সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাই এবং লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসি।ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় আমাদের শরীয়তপুর থেকে আসা ২টি ও জাজিরা থেকে আসা ১টি মোট ৩টি টিম কাজ করেছে।
পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার চেচামেচি শুনে উঠে আসি। এসে দেখি দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো আমরা উদ্ধার করি।
হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মোঃ মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে সুরতহাল করছি। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে এখান থেকেই সজনদের হাতে লাশ তুলে দেয়া হবে।
সকাল ৮ টার সময় নিহতের স্বজনরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।