- আহসান উল্লাহ
- সাভার প্রতিনিধি
ঐতিহ্যবাহী সাভার প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ জমে উঠেছে সাভার জনপদে । নির্বাচনী আমেজে সাভারে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের মনে আনন্দের শেষ নেই। কারণ হিসেবে জানা যায়, দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন সাভার প্রেসক্লাব নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে সাভারের সব শ্রেণীর পেশার মানুষ মনে স্বস্তির নিঃশ্বাস। একটি কুচক্রী মহল নির্বাচনকে ভিন্ন পথে নিতে ব্যর্থ চেষ্টা করলেও সকল সাংবাদিক আন্তরিকতার বাঁধনে এক হওয়ায় কুচক্রীদের ফলাফল শূন্য। সাভার প্রেসক্লাব নির্বাচনে ১৩ পদে ক্রিয়া সাংস্কৃতিক ও দপ্তর সম্পাদক পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী সহ অন্য পথে লড়ছেন ২১জন প্রার্থী। প্রতিনিয়ত রাত বিহনে সাংবাদিকদের উপস্থিতি সাভার প্রেসক্লাব চত্বরে। নির্বাচনী আমেজে মুখরিত সাভার প্রেসক্লাব। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, নির্বাচন কমিশন ফিরোজ মাহমুদ, অরুপ রায়,দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিক সেলিম আহমেদ। আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে সাভার প্রেসক্লাব নির্বাচন। ইতোমধ্য প্রার্থীদের রংবেরঙের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সাভার প্রেসক্লাবের দেয়াল। সভাপতি পদে লড়ছেন দুইজন এনটিভির জাহিদুর রহমান, সমকাল পত্রিকার গোবিন্দ আচার্য। সাধারণ সম্পাদক পদে আর টিভির জিয়াউর রহমান, নিউজ 24 এর নাজমুল হুদা। সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক ও রওশন আলী। বিগত দিনের তুলনায় দ্বিবার্ষিক এ নির্বাচন একটু আধুনিকতার হবে । ইতিমধ্যে নিরাপত্তার বলয়ে সিসি ক্যামেরার বেষ্টনীতে সাভার প্রেসক্লাব।