অবশেষে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায়  শিশু লামিয়ার লাশ উদ্ধার 

আরিফ খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী রাঙ্গাবালীর চরমোন্তাজের চর আন্ডা  গ্রামের  লামিয়া  নিখোঁজের ৭ দিন পর আজ শুক্রবার  বঙ্গোপসাগর থেকে  লামিয়ার  ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য শুক্রবার রাতে নিখোঁজ হয়েছে শিশু লামিয়া আক্তার (১২)।  তবে নিখোঁজের পরদিন একটি পুকুরপাড় থেকে তার পায়ের জুতা এবং বিলের মাঝ থেকে গায়ের ওড়না পেয়েছে পুলিশ। এই আলামত পাওয়ার পর লামিয়ার পরিবারের দাবি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপরে লাশ গুম করা হয়েছে।
জানা গেছে, নিখোঁজ লামিয়া চরআন্ডা গ্রামের আবু তালেব মৃধার মেয়ে। ২০২০ সালে চরআন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই বছর পড়ালেখা থেকে বিরত ছিল।  নিখোঁজ লামিয়ার পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের সাগরপাড় বাজারে রসদ (নিত্যপ্রয়োজণীয় পণ্য) কিনতে গিয়েছিল সে। কাচা মরচি, শেম্পুসহ অন্যান্য রসদ নিয়ে সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়েছিল লামিয়া। এরপর থেকেই সে নিখোঁজ হয়।
লামিয়া নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন নামের এক আটো চালককে আটক করা হয়। এবং তিনি খুন ও ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেন।