ধর্মের ভুল ব্যাখ্যায় কথিত হিজরতের নামে গত ২২ ডিসেম্বর ঘর ছেড়েছিলেন ৯ তরুন তরুনী। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়েছে। জানা যায় তারা নিজেদের ভুল বুঝতে পেরে পরিবারের কাছে ফেরত যেতে চায় । তাই পুলিশের এলিট ফোর্স র্যাব তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আনুষ্ঠানিক প্রস্তুতি নেয়। র্যাব এর অতিরিক্ত মহাপরিচালক কামরুল হাসান এসব তথ্য জানান।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বক্তব্যে র্যাব এর অতিরিক্ত মহাপরিচালক কামরুল হাসান বলেন, গত ২২ ডিসেম্বর ৯ তরুণ-তরুণী কথিত হিজরতের নামে ঘর ছাড়া অনেকের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। বিভিন্ন তথ্যের মাধ্যমে চট্টগ্রাম থেকে নয়জনকে হেফাজতে নেওয়া হয়।