৬৬ জনের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন এম.এস.এফ

নিজস্ব প্রতিবেদক ;

পঞ্চগড়ে ঘটে যাওয়া নৌকাডুবিতে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত। পাশাপাশি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুততার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সংগঠনের সভাপতি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আগে এই হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা সবার মাঝে দুঃখ এবং ক্ষোভের সঞ্চার করেছে। এ ঘটনা প্রথম বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাব ও উদাসীনতার কারণে মানুষ এ ধরনের বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে।

সাধারণ জনগণের যাত্রাপথে নিরাপত্তা বিধানে যে নিয়মনীতি আছে তা প্রয়োগে যেন কোনো অবহেলা না হয় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।

একই সঙ্গে এমএসএফ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনাটির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে সংগঠনটি।