পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ প্রার্থীর মনোনয়ন জমা

রিয়াজ হোসেন;

আসন্ন পটুয়াখালী জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র জমা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার ১৫’ই সেপ্টেম্বর। চেয়ারম্যান পদে ৪ জন সাধারন সদস্য পদে ২৫ ও সংরক্ষিত আসনে ১১ জন সহ মোট ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, এবং অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ (স্বতন্ত্র), আলহাজ্ব আবুল কালাম আজাদ (কালাম মৃধা), (স্বতন্ত্র), মোঃ মাকসুদুর রহমান (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মোট ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ১৫’সেপ্টম্বর বিকেল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে এ মনোনয়ন জমা প্রদান করেন। তথ্য নিশ্চিত করেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহনুর খান।

উল্লেখ্য, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় ৮ উপজেলা ও ৫ টি পৌরসভায়  মোট ভোটার সংখ্যা ১০৮৬ জন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।