নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি।
ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের প্রার্থীর সমর্থকরা বিশেষ কার্ডের মাধ্যমে এলাকায় বিভিন্ন ধরনের নিত্যপণ্য বিতরণ করছিল। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কিছু মালামাল ও কার্ড উদ্ধার করে এবং ৪ থেকে ৫ জন জামায়াত কর্মীকে আটক করে রাখে।
বিএনপির অভিযোগ
বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীদের আটক করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বারবার তাদের ছেড়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন। একইসঙ্গে, পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ঘটনাস্থলে আসেনি।
পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে উল্টো বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে। এসময় পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বাবুল তালুকদার এবং আসনের প্রধান নির্বাচনী এজেন্ট হাবিবকে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও আটক জামায়াত কর্মীদের সেনা ক্যাম্পে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার বলেন, “এই ঘটনায় ইউএনও, ওসি ও প্রশাসনের একাধিক কর্মকর্তার আচরণে জামায়াতের প্রতি স্পষ্ট পক্ষপাতিত্ব লক্ষ্য করা গেছে।”
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।










