তাসকিনের স্বপ্ন ওয়ার্ল্ড ক্লাস হওয়া

ছবি সংগৃহীত

আলোকিত স্বদেশ ডেস্কঃ জাতীয় দলে অভিষেক ম্যাচে খেলতে নেমেই গতির ঝড় তুলে আলোচনায় চলে আসেন তাসকিন আহমেদ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ইনজুরির কারণে আগের সেই ধারালো পারফমেন্স হারাতে থাকেন এই তারকা ক্রিকেটার। চোটের কারণেই ২০১৭ সালে বাদ পড়েন জাতীয় দল থেকে। ২০১৯ সালের বিশ্বকাপেও ইনজুরির কারণে খেলা হয়নি তার।

কিন্তু এতকিছুর পরও দমে যাননি তাসকিন। অনুশীলনে নিয়মিত ঘাম ঝরিয়ে উন্নতি করেছেন তার ফিটনেস। তার ধারাবাহিকতায় ফিরে পেয়েছেন পুরনো সেই গতিও।সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ফের ইনজুরিতে পড়েন তাসকিন। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুতি করছেন এই তারকা পেসার।

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, সব সংস্করণেই খেলার আগ্রহ রয়েছে তসকিনের। তবে তার আগে দরকার ফিটনেস।এমনটাই দাবি এই তারকা ক্রিকেটারের।তাসকিনের স্বপ্ন ওয়ার্ল্ডক্লাস হবার।তাই তিনি এখনও বিশ্রাম নেয়ার কথা ভাবছেন না।