আলোকিত স্বদেশ রিপোর্ট:
বিদেশী রেমিট্যান্স বৃদ্ধি ও প্রবাসীদের কল্যাণের লক্ষ্য নিয়ে পার্বত্য জেলা বান্দরবানে যাত্রা শুরু হলো প্রবাসী কল্যাণ ব্যাংকের ৯৭তম শাখার।
শনিবার সকালে বান্দারবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ ব্যাংকের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহিদুল আলম, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক, বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পলাশ কুমার বড়ুয়া প্রমুখ।