আলোকিত স্বদেশ ডেস্কঃ অতিরিক্ত ধুলাবালু ও শব্দদূষণের শিকার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের দিয়াড় পশ্চিম জাহাঙ্গীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষক-শিক্ষার্থীরা। এতে করে ওই স্কুলের ছোট ছোট শিশুরা পড়াশোনার ক্ষতিসহ শারীরিকভাবে ঝুঁকির মধ্যে পড়ছে।
স্কুল ভবনের পাশে পুরোনো ও পরিত্যক্ত স্যান্ডেল পোড়ানোর কারণে এর থেকে নির্গত কালো ধোঁয়া উড়ে গিয়ে শ্রেণিকক্ষে ঢুকছে। পাশাপাশি মেশিনে পিচ ও পাথর ভাঙা হচ্ছে। অতিরিক্ত ধুলাবালু ও শব্দদূষণের শিকার হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা।
স্থাণীয় সূত্রে জানা যায়, পদ্মা নদী রক্ষা বাঁধের জন্য সড়কে চলছে পিচ কার্পেটিংয়ের কাজ। সংস্কারকাজের জন্য বিদ্যালয়ের পেছনেই এসব কাজ করা হচ্ছে। সাত দিন ধরে পিচ গলাতে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে পুরোনো স্যান্ডেল। এতে কালো ধোঁয়ায় ক্লাসে বসা শিক্ষার্থীরা দূষণের শিকার হচ্ছে।কালো ধোঁয়ায় তাদের চোখ জ্বালা করে। দম বন্ধ হয়ে আসে। বমি বমি ভাব হয়। মেশিনের শব্দে ও ধুলাবালুতে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা।