ধামরাই (ঢাকা):
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে ৫ সরকারী খাস পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
বুধবার (১৮মে) আনুষ্ঠানিক ভাবে এ মাছের পোনা অবমুক্ত করেন।
সাটুরিয়া উপজেলা প্রশাসন বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি ও হাতকড়া মৌজায় মোট ৫ টি সরকারী খাস পুকুর বাংলা ১৪২৮ সন পর্যন্ত ইজারা প্রদান করা ছিল। ইজারা মেয়াদ শেষ হওয়ার পরে আগামী ৩ বছরের জন্য অনলাইনে দরপত্র আহবান করা হয়। কিন্তু যথা সময়ে দরপত্র না পাওয়ায় উহা খাস কালেকসন ও মাছ চাষের উদ্দেশ্যে সরকরী ব্যবস্থাপনায় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, বালিয়াটি ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাসার, বালিয়াটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নুর ইসলাম মিয়াসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।