মাধবপুরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে শতাধিক একর জমির ফসল

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ভারী বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক একর জমির ফসল। এতে আগাম জাতের টমেটো ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

জানা গেছে, গত কয়েকদিনের থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সিমনাছড়া, ত্রীপরাছড়া, তেলালিয়াছড়াসহ বিভিন্ন ছড়ার পানি উপচে শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া, লোহাইদ, নোয়াগাও, বনগাও, জালোয়াবাদ, শাহজাহানপুর , গোয়াসনগরসহ বিভিন্ন এলাকার কয়েক শ’ একর উঠতি শাক-সবজিসহ মৌসমী ফসলি জমি বালিমিশ্রিত পানিতে নিমজ্জিত হয়ে গেছে।

এছাড়াও পাহাড়ি ঢলের সঙ্গে বালি আসায় আন্দিউড়া ইউনিয়নে অনেক আমনধানী জমি বালিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু টমেটো ফসলের ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

কৃষকরা জানান, পানি ধীরে ধীরে নেমে গেলেও এতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শাহজাহানপুর গ্রামের রানা মিয়া জানান, তিনি ১ লাখ টাকা খরচ করে ৬০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছিলেন। এ এলাকার অনেক কৃষকের প্রধান আয়ের উৎস টমেটো। বাণিজ্যিকভাবে কৃষকরা আগাম জাতের টমেটো চাষাবাদ করে। হঠাৎ করে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে টমেটো ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও কৃষি কর্মকর্তা মঙ্গলবার (৫ অক্টোবর) ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরির্দশন করেছেন।

কৃষি কর্মকর্তা মো. আল মামুন হাসান বলেন, পানি সরে গেলে টমেটো ছাড়া অন্য কোনো ফসলের তেমন ক্ষতি হবে না।