ঢাকা: এ বছর ৩০ রমজান পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (০৩ মে)। ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঈদের আগের দিন সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানিয়েছেন।
তিনি বলেন, কালবৈশাখী মৌসুম হওয়ায় ঈদের দিন সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর সকালে ঢাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বিকেলে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তরিকুল নেওয়াজ কবির।
আবহাওয়া পর্যবেক্ষণকারী আকুওয়েদার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।