চাঁদপুর: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ৩০ রোজা পূর্ণ করে সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপন করছেন চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ।
সকাল থেকেই জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উপজেলার গ্রামগুলোতে ঈদ উৎসব শুরু হয়।
মুসল্লিরা আসতে শুরু করেন মসজিদ ও ঈদগাহ মাঠে। সকাল ৯টা থেকে শুরু করে প্রায় ২০টিরও বেশি মসজিদ ও ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা এএসএম সালামত উল্যাহ। নামাজের আগে তিনি ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করেন।